
ফাহিম ফাইয়াজ: ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বিএমএ মিলনায়তনে। ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর উদ্যোগে শনিবার ( ২৮ সেপ্টেম্বব) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কর্মশালা অনুষ্ঠান।
জানা গেছে, সারাদেশের ওয়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামদের দিকনির্দেশনা দেওয়া হবে এ কর্মশালা অনুষ্ঠান থেকে। যাতে করে মানুষ ইসলামের দিকে আরও ঝুঁকে আসে। এবং আলেমদের ঐক্যবদ্ধ হওয়ারও একটা প্রায়শ এটা। এসভায় অংশগ্রহণ করতে গতকাল রাতেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওলামারা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বলেও জানা গেছে।

এসভায় উপস্থিত রয়েছেন, মুহিয়ুস সুন্নাহ অধ্যক্ষ মিজানুর রহমান পীর সাহেব,জামিয়া ইউনুসিয়ার প্রিন্সিপাল আল্লামা মুবারাকুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান,আল্লামা জুবায়ের আহমদ আনসারী,শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা হাসান মুহাম্মাদ জামিল, মাওলানা হামিদ জাহেরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীসহ আরও অনেক অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম।
আই.এ/পাবলিক ভয়েস