
আবারও উত্তপ্ত কাশ্মীর। বিএসএফের গাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত স্বাধীনতাকামীরা। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায় এই ঘটনা ঘটেছে। এক নাগরিকের সঙ্গে বিএসএফের গাড়ির ধাক্কা লাগায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বর্ডার সিকিওরিটি ফোর্স সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।বিএসএফের গাড়ির চালকও এই ঘটনায় গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।
জানা গেছে, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। তখন বিএসএফের গাড়িটি একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা দেয়।
এতে ওই গাড়ির যাত্রীরা ঝগড়া শুরু করে। পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গণ্ডগোল শুরু হয়। উত্তেজনা ছড়ায়। এরই মাঝে আচমকাই উত্তেজিত (স্বাধীনতাকারীরা) জনতা বিএসএফের গাড়িগুলির বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন গতির অভিযোগ তোলে।
একপর্যায়ে বিএসএফের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। চালকদের কোনও রকমে বের করে আনা হয়।জানা গেছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস