দেশের সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থ নেওয়ার আহ্বান করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর, সমাজকর্মী ও বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাটের আহম্মাদাবাদ ইউনিয়নের সীমান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতায় খোয়াই নদী পার হয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ টায়ার ও চা পাতা আটক করে বিজিবি। এসময় স্থানীয়দের নিয়ে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এ কথা বলেন।
এসময় বিস্ময় প্রকাশ করে সুমন বলেন, যারা স্মাগলিং করেন তারা কতটা আত্মবিশ্বাসী হলে, কতটা ম্যানেজ করতে পারলে এভাবে দিনে দুপুরে চোরাচালন করতে পারে। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আজ এই বড় চালানটি আটক করেছে। এজন্য স্থানীয়দের ধন্যবাদ দিয়ে তিনি হবিগঞ্জের এসপির বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যারিস্টার সুমন বলেন, এটা মাননীয় প্রতিমন্ত্রীর (বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী) এলাকা। এখানে এভাবে চোরাচালান হলে আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রীর বদনাম হবে। আমি পুলিশ প্রশাসন ও মাননীয় এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এদিকে নজর দিন। চোরালান বন্ধ করুন।
এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশীদ ও আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীর সাথে কথা বলেন ব্যারিস্টার সুমন। তারা বিষয়টি নিশ্চিত করে জানান, চুনারুঘাট উপজেলার বনগাঁও কোটবাড়ী গোদারাঘাট এলাকা দিয়ে ভারতীয় চা পাতা এবং গাড়ির টায়ার প্রবেশ করার সময় স্থানীয় জনতা দেখে হৈচৈ শুরু করে। পরে বিজিবি বাল্লা বিওপির জওয়ানরা খবর পেয়ে সেখানে গিয়ে মালামাল উদ্ধার করে নিয়ে আসে।
/এসএস