বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিক, কন্ঠশিল্পী ও চেঞ্জ টিভি ডট প্রেস এর প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনিন মানিক একটি সম্পাদকীয় বিশ্লেষণে দাবি করেছেন, এক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারত বিরোধী দল হিসেবে পরিচিত থাকলেও এখন সেই অবস্থা নেই বরং বিভিন্ন কারণে ভারতের হিন্দুত্ববাদী দল আরএসএস মনে করে জামায়াতে ইসলামী এখন আর ভারত বিরোধী দল নয় বরং তারা এখন অনেকটাই ভারতবান্ধব দল।
এর পক্ষে যুক্তি হিসেবে মানিক বলেন, দ্বিতীয় মেয়াদে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ভারতে হিন্দুত্ববাদী মোদি সরকার ক্ষমতায় আসার পর জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জানানো এবং ভারতে মুসলিম নির্যাতনের বিপক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলাম অনেকটা নিরব ভূমিকায় থাকার বিষয়টিও ভারতের উগ্রবাদী দল আরএসএস এবং বিজেপি ভালোভাবে নিয়েছে। এসব কারণেই জামায়াতে ইসলামীর প্রতি যে ভারত বিরোধী তকমা ছিলো তা এখন অনেকটাই নেই।
সম্পাদকীয় বিশ্লেষণে এই জামায়াত সমর্থক আরও দাবি করেছেন, ভারতের হিন্দুত্ববাদী দল আরএসএস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণে ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামায়াতে ইসলামীর চেয়েও অধিক ভারতবিরোধী হিসেবে উপস্থাপন করেছে। তবে তিনি তার এই দাবির স্বপক্ষে কোন প্রমান পেশ করেননি।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী ফেসবুকে এক পোস্টে লিখেছেন,
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতবিরোধী নয়’ বরং ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী মনোভাব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন, হয়রানি, জয় শ্রীরাম ইস্যুকে কেন্দ্র করে মুসলিম হত্যাসহ কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অধিকার হরণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈমানী দায়িত্ব আদায়ের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজেপি সরকারের মানবতাবিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে। প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং ভারতেরও মানবতাবাদী সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন ধর্মাবলম্বীরা নরেন্দ্র মোদির চরম বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে। ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের প্রতিবেশী ও কথিত বন্ধু রাষ্ট্র। সেই রাষ্ট্রের জুলুমবাজ শাসকের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা নয়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতবিরোধী নয়, জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। উগ্রবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে।