দেখুন আপনার এক মিনিট সময়ে গোটা বাংলাদেশে যেভাবে ইসলামের বাণী ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশে বর্তমানে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ+ (জানুয়ারি ২০১৯ পর্যন্ত)। আমরা সম্মিলিত প্রচেষ্টায় ফজরের নামাজের পর সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত দেশের সকল ফেইসবুক ব্যবহারকারীর কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি। চলুন দেখি নিই পরিসংখ্যানটা।
আমাদের অনেকেই ইসলামকে ভালোবাসলেও নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দিতে হীনমন্যতায় ভোগেন এবং অনেক বিষয়ে গোপনীয়তা অবলম্বন করে থাকেন। আপনার এই হীনমন্যতা বজায় রেখেও কিন্তু আপনি গোটা বাংলাদেশে ইসলামের বাণী ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
আপনি যতই গোপনীয়তা অবলম্বন করেন ফেইসবুক বন্ধু তালিকায় আপনার বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সম্পর্কের এমন তিন জন মানুষও কী নেই যাদের কাছে আপনি ইসলামের একটি বাণী নির্দ্বিধায় পৌঁছে দিতে পারেন। আর তিনজনকে পবিত্র কুরআনের একটি আয়াত অথবা একটি সহিহ হাদিস সেন্ট করতে এক মিনিটের বেশি সময় লাগার কথা নয়। তেমনটা হলে চিত্র কেমন দাঁড়াবে দেখে নিই-
সকাল ৬টা: প্রথম ব্যক্তি পাঠালেন তিন জনের কাছে
সকাল ৭টা পর্যন্ত: ৩*৩=৯জন
সকাল ৮টা: ৯*৩=২৭জন
সকাল ৯টা: ২৭*৩=৮১জন
সকাল ১০টা: ৮১*৩=২৪৩জন
সকাল ১১টা: ২৪৩*৩=৭২৯ জন
দুপুর ১২টা: ৭২৯*৩=২১৮৭জন
দুপুর ১টা: ২১৮৭*৩=৬৫৬১জন
দুপুর ২টা: ৬৫৬১*৩=১৯৬৮৩জন
দুপুর ৩টা: ১৯৬৮৩*৩=৫৯০৪৯জন
বিকেল ৪টা: ৫৯০৪৯*৩= ১৭৭১৪৭জন
বিকেল ৫টা: ১৭৭১৪৭*৩= ৫৩১৪৪১জন
সন্ধ্যা ৬টা: ৫৩১৪৪১*৩= ১৫৯৪৩২৩জন
সন্ধ্যা ৭টা: ১৫৯৪৩২৩*৩= ৪৭৮২৯৬৯জন
রাত ৮টা: ৪৭৮২৯৬৯*৩= ১৪৩৪৮৯০৭জন
রাত ৯টা: ১৪৩৪৮৯০৭*৩=৪৩০৪৬৭২১জন
রাত ১০টা নাগাদ: ৪৩০৪৬৭২১*৩= ১২ কোটি ৯১ লাখ ৪০ হাজার+ (যদি দুই তৃতীয়াংশও রিপিট হয় তবুও সবার কাছে পৌঁছে যাবে ইসলামের শাশ্মত বাণী)
"(হে মুহাম্মদ), তোমার কাজ শুধু আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, আর বাকি হিসাবনিকাশ তো আমার কাজ।" (সুরা রা’দ: আয়াত ৪০)
নবী (সাঃ) বলেছেন, “আমার পক্ষ থেকে জনগণকে (আল্লাহর বিধান) পৌঁছে দাও, যদিও একটি আয়াত হয়। ”(বুখারী ৩৪৬১)
‘‘উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।’’ (যারিয়াত: ৫৫)
মহানবী (সাঃ) বলেছেন, ‘যার হাতে আমার প্রাণ নিবদ্ধ তাঁর শপথ! তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে (মানুষকে) বিরত রাখবে। অন্যথায় আল্লাহ তাঁর পক্ষ থেকে তোমাদের ওপর আজাব পাঠাবেন। অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না।’ (তিরমিজি)
আসুন! ইসলাম প্রচারে করি প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব ব্যবহার।
জিআরএস/পাবলিক ভয়েস