ইরানের সঙ্গে সৌদি-আমেরিকার উত্তেজনা; ইমরানকে মধ্যস্থতার অনুরোধ

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ট্রাম্প ও বিন সালমান

ইরানের সঙ্গে সৌদি আরব ও আমেরিকার চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে মধ্যস্থতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী মঙ্গলবার একথা জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী জানান, সৌদি সফর শেষে নিউ ইয়র্কে রওয়ানা দেয়ার সময় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ইমরান খানকে হাসান ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। ইমরান খানের মন্তব্য সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খান মধ্যস্থতা করতে চান এবং তার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি এ ধরনের একটা মধ্যস্থতার সম্ভাবনা আছে।’

ইমরান খান

ইমরান খান বলেন, এরইমধ্যে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে মধ্যস্থতার বিষয় নিয়ে কথা বলেছেন। ইমরান খান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসেন। এরপর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই আমি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছি; আমি মধ্যস্থতার চেষ্টা করছি এছাড়া এ মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়।’

চলতি সপ্তাহে নিউইয়র্কে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বিশ্বের বহু মানুষ আমাদেরকে আলোচনার টেবিলে দেখতে চান। দেখা যাক কি হয় তবে এখন পর্যন্ত আমরা বৈঠকের ব্যাপারে একমত হতে পারিনি। ইমরান খানের সম্ভাব্য মধ্যস্থতার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বললেও এ ব্যাপারে ইরান এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন