এনআরসি আতঙ্কে আসামে এক মুসলিম ও এক হিন্দুর আত্মহত্যা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ফাইল ছবি

একই দিনে আসামের জলপাইগুড়ি জেলার দুই প্রান্তে এনআরসি আতঙ্কে ২ জন আত্মহত্যা করেছেন।মঙ্গলবার সকালে ধূপগুড়িতে আত্মহত্যা করেন শ্যামল রায় (৩৬)। অন্যদিকে সদর ব্লকের বাহাদুরে কুয়োয় ঝাপ দিয়ে আত্মহত্যা করেন সাবের আলি (৩৩) নামে এক কৃষক। দুই পরিবারের দাবি আত্মহত্যার কারন এনআরসি আতঙ্ক, এমনটাই অভিযোগ। কলকাতা নিউজ আজ বুধবার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা মৃত শ্যামল রায় পেশায় টোটো চালক। স্ত্রী ময়ান্তী রায় জানান, বেশ কিছুদিন থেকেই স্বামী এনআরসি আতঙ্কে ভুগছিলেন। নাগরিক পঞ্জির কাগজ পত্র ঠিক না থাকলে দেশ থেকে তারিয়ে দেবে এই আতঙ্কে মানসিক ভাবে ভেঙে পড়ে ছিলেন তিনি। নিজস্ব জমি না থাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

লোক মারফত জানতে পারেন যে প্রয়োজনীয় কাগজ তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন সেই টাকা কিভাবে জোগাড় হবে সেই দুশ্চিন্তা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি মৃতের স্ত্রীয়ের।

গোবিন্দ পল্লীর বর্মন পাড়ার যে এলাকায় ভাড়া থাকতেন সেখানে সীমানা প্রাচীরের পিছনে ঝুলন্ত অবস্থায় শ্যামলবাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ময়নাগুড়ি থেকে ধূপগুড়িতে মৃত শ্যামল রায়ের বাড়িতে যান রাজ্যের যুব কল্যান মন্ত্রী অরুপ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় , পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ অন্যান্যরা। কথা বলেন মৃতের স্ত্রী ময়ান্তি রায়ের সঙ্গেও। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এরই মাঝে আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটে জলপাইগুড়িতে। আত্মহত্যার কারণ ওই এক এনআরসি। এদিন দুপুরে বাড়ির কুয়োয় ঝাপ দিয়ে আত্মহত্যা করেন সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা সাবের আলি (৩৩) নামে এক কৃষক। মৃতের পরিবারের দাবি এন আর সি আতঙ্কেই আত্মহত্যা করেছে সাবের।আত্মীয় জেঠামশাই লিয়াকত আলি জানান, নাগরিক পঞ্জির কাগজ পত্র জোগার করা নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল সে।

দাদা সুফিয়ার আলি আরও জানান, ভোটার কার্ড এবং আধার কার্ডে বেশ কিছু ভুল ছিলো। সেই ভুল কোথায় কিভাবে সংশোধন করবে সেই নিয়ে চিন্তায় ছিলো সে। শারিরীক ভাবে প্রতিবন্ধী ও ছিলো সাবের। জেঠামশাই লিয়াকত আলি জানান,না না ভাবে আশ্বাস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে ভেবে উঠতে পারছেন না তারা।এদিন সাবের আলির বাড়িতে যান মন্ত্রী অরুপ বিশ্বাস। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সব রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন