
আবারও ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট মিগ-২১ বিধ্বস্ত হয়েছে। মধ্য়প্রদেশের গোয়ালিয়রে বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটির দুই চালকই অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। এই মিগ ফাইটার বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ও একজন স্কোয়াড্রন লিডার। ফাইটার জেটটি নিজের রুটিন মিশন চালাচ্ছিল। এক প্রতিবেদনে কলকাতা নিউজ এখবর দিয়েছে।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিগ-২১ ভেঙে পড়ার কারণ অনুসন্ধান করবে এই তদন্ত কমিটি। ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ভারতীয় বায়ুসেনা এই ধরণের দুর্ঘটনায় মোট ১০টি এয়ারক্রাফট হারিয়েছে।
এর মধ্যে শুধু মিগ ২১ নয়, রয়েছে মিরাজ ২০০০, মিগ-২৭, হক জেটও। ১৮ই জুলাই একই ঘটনা ঘটে হিমাচল প্রদেশের কাংরায়। মিগ ২১ বিমানটি পাঠানকোটের দিক থেকে আসছিল। সেইসময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হন বিমানের পাইলট। উদ্ধারকাজ শুরু করে বিশেষ টিম। এদিন ১২টা ২০ মিনিটনাগাদ পাঠানকোট থেকে ওড়ে ওই বিমান। ঘণ্টাখানেক পর অর্থাৎ দুপুর ১ টা ২০ মিনিটে বিমানটি জাওয়ালির কাছে পাত্তা জাতিয়া গ্রামে ভেঙে পড়ে। ধরমশালা থেকে ৭০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
আই.এ/পাবলিক ভয়েস

