বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, এনআরসি নিয়ে চিন্তার কারণ নেই। এনআরসি'র মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিমদেরই তাড়ানো হবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি একথা বলেন। বক্তব্যে বিজেপি নেতা আরও বলেন, এনআরসি নিয়ে হিন্দুদের কোনও চিন্তা নেই। প্রতিবেশী দেশ থেকে কোনও হিন্দু এদেশে এসে থাকলে তাদের অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসাবে দেখবে সরকার। ভারতের নাগরিক মুসলিমদেরও কোনও সমস্যা হবে না।
বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান ভারতে এসেছে তাদের কোনও ভাবেই এদেশে থাকতে দেওয়া হবে না। সায়ন্তন বসু আরো বলেন, তৃণমূল যতই আন্দোলন করুক অথবা যদি মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুসলমানদের জন্য যদি মরা কান্না কাঁদেন তবুও আমাদের কিছু করার নেই। আমরা বাংলাদেশের মুসলমানদের কোনভাবেই এদেশে থাকতে দেব না।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয় ১৯ লাখেরও বেশি মানুষ। প্রাথমিক হিসেবে এদের প্রায় ৬০ শতাংশই হিন্দু ধর্মাবলম্বী। তালিকা থেকে বাদ পড়ায় ভবিষ্যত্ নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এসব মানুষ। তবে সেসময় আসাম সরকার জানিয়েছে, বাদ পড়া মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না অথবা গ্রেফতারও করা হবে না। তারা ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
আই.এ/পাবলিক ভয়েস