জাতিসংঘ জলবায়ু সম্মেলনে আবেগঘন বক্তব্য রেখেছেন সুইডেনের জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী গ্রিতা থানবার্গ। ১৬ বছর বয়সী গ্রিতা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কেবল মুখেই কথা বলেন। আপনাদের কথার কোনো মূল্য নেই। ফাঁকা বুলি দিয়েই আপনারা আমার স্বপ্ন ও শৈশব চুরি করেছেন। খবর বিবিসির।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজনের অনুষ্ঠিত সম্মেলনে ৬০ টি দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে ছিলেন না। তবে তাকে পরে ব্রিফ করা হয়েছে। এছাড়া ব্রাজিল ও সৌদি আরবও সম্মেলনে আসেনি। সম্প্রতি গ্রিতা থানবার্গের ডাকে বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাস্তায় নেমে আসে।
এ জলবায়ু সম্মেলনে হঠাৎ করে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত হয়ে দর্শক সারিতে ১৫ মিনিট অবস্থান করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বক্তব্য শেষ হলে তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন।
আই.এ/পাবলিক ভয়েস