
রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র্যাব। তবে তাদের দুজনের কাউকে পাওয়া যায়নি।
তাদের বাসায় র্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল।
তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হবে। সে জন্য অভিযান চলছে। জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আ.লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।
জিআরএস/পাবলিক ভয়েস