
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল মজিদ (৩২)।
স্থানীয়রা জানায়, ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি এলাকার সীমান্তে আজ সোমবার ভোররাতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে নিহত আবদুল মজিদের মরদেহের সন্ধান পান।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, নিহত ব্যক্তি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আবদুল মালেকের পুত্র। তার মরদেহটি আজ সোমবার সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ঘুমধুম সীমান্তের থোয়াইংগা ঝিরি নামক জায়গায় স্থলমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা যুবক নিহত হন। এসব লোকজন ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মালামাল পাচার করার সময় সীমান্তে এ রকম ঘটনার শিকার হন বলে ধারণা স্থানীয়দের।
জিআরএস/পাবলিক ভয়েস