সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার হয়ত শেষ ক্রান্তিলগ্নে পৌঁছে গেছে এবং দেশটির শাসকরা তাদের নেতিবাচক নীতির মাধ্যমে রাজতান্ত্রিক সরকারের মৃত্যুর ঘন্টা বাজিয়ে তুলছেন বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর দফতরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে নাসরুল্লাহ এসব মন্তব্য করেন বলে আজ সোমবার জানিয়েছে ইরানি গণমাধ্যম।
হাসান নাসরুল্লাহ বলেন, আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি যে কয়েকটি আরব দেশে 'আল সৌদ সরকার ধ্বংস হোক' স্লোগান ধ্বণিত হচ্ছে। এছাড়া ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য সৌদি আরবকে দায়ী করেন তিনি। হিজবুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনি জনগণসহ এ অঞ্চলে প্রতিরোধকামী সংগঠনের প্রতি সমর্থন দেয়ার কারণে রিয়াদই প্রথমে ইরানের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা শুরু করে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে স্লোগান দিতে দেখা যায় তিনি আরও বলেন, বর্তমান সৌদি শাষক গোষ্ঠীর পদক্ষেপ যেগুলো তাদের উত্তরসূরীদের সঙ্গে বৈপরীত্য রয়েছে তাদের চলমান নীতি এবং পদক্ষেপের মাধ্যমে তারা তাদের পতন ত্বরান্বিত করবে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আলে সৌদ সরকার অনেক পুরনো হয়ে গেছে। তারা হয়ত এখন তাদের জীবনের ক্রান্তিলগ্নে উপনিত হয়েছে। এর কারণ হচ্ছে গত একশো বছর ধরে আলে-সৌদ রাজতান্ত্রিক সরকার অনেক নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে। সরকার নানা দুর্নীতিতে লিপ্ত হওয়ার পাশাপাশি নিজ দেশের জনগণের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে এবং দেশের সর্বস্তরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
হিজবুল্লাহ প্রধান বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের ওপর বর্বরোচিত যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।ইয়েমেনি জনগণের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভবিষ্যতে সৌদি সরকারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস