আফগানে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত ৩৫

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

গতকাল রাতে আফগানিস্তানের সরকারি বাহিনী একটি শিবিরে অভিযান চালিয়েছে। ওই শিবিরটির পাশেই একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৩ জন। গতকাল রবিবার রাতে ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাতে আফগান নিরাপত্তাবাহিনী তালেবানদের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায়। এর পাশেই একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন