
শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক নড়াইল: নড়াইলের লোহাগড়ার চালিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পানির পাম্প চুরির কথিত অভিযোগে রকি মোল্যা (৩২) নামে এক দিনমজুরকে নির্মম নির্যাতনের জের ধরে ওই দিনমজুরের পক্ষের লোকজন তিন শিক্ষককে পিটিয়ে জখম করেছে। শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে দিকে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্কুলে যাবার পথে দিনমজুর রকির লোকজন প্রথমে ওই শিক্ষকদের বাধা প্রদান করে হুমকি-ধমকি দেয়। ওই শিক্ষকরা তখন বিদ্যালয়ে না যেয়ে ফিরে আসে এবং আশপাশের গ্রামে গিয়ে পালিয়ে থাকে। পরে দুপুর দেড়টার দিকে নিজ স্কুলে পুনরায় যাবার পথে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের উত্তর পাশে পৌঁছালে দিনমজুর এর লোকজন প্রধান শিক্ষক শেখ মোঃ শাহাবুদ্দিন (৫৫),সহকারি শিক্ষক মোঃ মহসিন আলম (৪৫) ও সহকারি শিক্ষক মোঃ সইবুর রহমানকে (৩৮) লাঠিসোটা ও হাতুড় দিয়ে মারপিট করে।
স্থানীয়রা আহত শিক্ষকদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শেখ মোহাইমিন বলেন, শিক্ষকদের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দু’শিক্ষক এ হাসপাতালে ভর্তি আছে ।
আহত চালিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শিক্ষকরা জানান, কলাগাছি এলাকার ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত, রবি, ফয়সাল সহ সাতজনে তাদের মারপিট করেছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বলেন, শিক্ষকদের মারপিটের কথা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।
/এসএস