
কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটরিয়ামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ফয়েজ আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ড , এ এফ এম মনজুর কাদের, বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (ইএএলজি), অমিতাভ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দীন ,পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার।
উক্ত মা সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সমাবেশ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ দেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকদের এমন হওয়া উচিত যাতে আজীবন ছাত্র-ছাত্রীদের স্মরণে থাকেন ও ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধু সূলভ আচরণ করে পাঠদান করা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের সন্তানদেরকে শুধু শিক্ষকদের হাতে ছেড়ে দিলেই হবে না নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।
আই.এ/পাবলিক ভয়েস