
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় কোলমার শহরের একটি মসজিদে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ ঘটনা ঘটে। হামলার পর আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। তুর্ক গণমাধ্যম আনাদলু এজেন্সি এখবর দিয়েছে।
খবরে বলা হয়, মসজিদে প্রবেশের দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়িটি মসজিদের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। তবে এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলায় মসজিদে প্রবেশের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই এলাকা ঘিরে ফেলে। এসময় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘাড়ে ছুরিকাহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আই.এ/পাবলিক ভয়েস