
কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার চাঁদাগাড়া মাঠ থেকে জুয়েল হোসেন (৩৫) নামে এক রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহত জুয়েল কুমারখালী উপজেলার জয়নাবাজ গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহতের স্ত্রী পপি খাতুন জানান, প্রতিদিনের মতো জুয়েল শনিবারও রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অন্যান্য দিনের মতো রাতে বাড়ি না ফেরায় তাকে রাতভর অনেক খোঁজাখুঁজি করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার জানান, আজ রোববার সকালে চাঁদাগাড়া মাঠে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এসময় সেখান থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়। কি কারণে কে বা কারা জুয়েলকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।
জিআরএস/পাবলিক ভয়েস