গোলান থেকে ইসরাইলের ড্রোন আটক করলো সিরিয়া

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
সিরিয়ায় উদ্ধার করা ইসরাইলি অস্ত্র

অধিকৃত গোলান মালভূমির কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন আটক করেছে সিরিয়ার সেনাবাহিনী। ওই ড্রোনে ক্লাস্টার বোমা পাতা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা সানা-কে বলেছেন, প্রাদেশিক কর্তৃপক্ষ ড্রোনটিকে প্রতিহত এবং গুলি করে ভূপাতিত করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ইসরাইল সীমান্তবর্তী আরনাহ এলাকায় এ ঘটনা ঘটে। সিরিয়ার সামরিক সূত্র বলেছে ড্রোনটি ভূপাতিত করা হলেও একেবারে টুকরো টুকরো হয়ে যায় নি।রাজধানী দামেস্কের আকরাবাহ এলাকায় ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করার দুদিন পর আজ ঘটনা ঘটলো। এদিকে, সিরিয়ার সরকারি সেনারা কুনেইত্রা প্রদেশে চিরুণি অভিযান চালিয়েছে।

এ সময় সেখানে তারা প্রচুর পরিমাণে ইহুদিবাদী ইসরাইলের তৈরি গোলাবারুদ এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করে। এসব সামরিক ও চিকিৎসা সরঞ্জাম বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করত। একটি সামরিক সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে মেশিনগান, ট্যাঙ্কবিধ্বংসী রকেট চালিত গ্রেনেড এবং অ্যাসাল্ট রাইফেল রয়েছে। এছাড়া টেলিযোগাযোগের নানা রকমের যন্ত্রপাতি, খাদ্য এবং ওষুধ উদ্ধার করা হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন