বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনসুরুল আলম মনসুর এবং মনির হোসাইন সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।
শনিবার দুই দিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলনের শেষ দিনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০২০ সেশনের এ কমিটি নির্বাচন করা হয়।
নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান সাবেক কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ মুনতাসির আলী। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.মোস্তাফিজুর রহমান ফয়সল, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন।
রাজধানীর মাহবুব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের ২য় দিনের সমাপনি অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর। এর রাজধানীর কাজি বশির মিলনায়তনে সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত। সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
[caption id="attachment_50217" align="aligncenter" width="560"] কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রথমদিনে অডিয়েন্সে উপস্থিত অতিথিবৃন্দ, ছবি: পাবলিক ভয়েস[/caption]
সম্মেলনের দ্বিতীয় দিনে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস যুগ্মমহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ হুজাইফা।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিম, তাওহীদুল ইসলাম তুহিন, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আজীজুল হক এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদককে এম জুলহাস, মুহাম্মদ মাসুদ হোসাইন, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া।
বিদায়ী পরিষদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সদ্যবিদায়ী সভাপতি ইলিয়াস আহমদ, মুহাম্মদ রমজান আলী।
[caption id="attachment_50212" align="aligncenter" width="560"] বক্তব্য রাখছেন সদ্য সাবেক সভাপতি ইলিয়াস আহমদ, ছবি: পাবলিক ভয়েস[/caption]
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকাশনা ও স্কুল বিভাগ সম্পাদক মুহাম্মদ শাহীন, অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমদ প্রমুখ।
/এসএস