মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, গত ২৯ আগষ্ট পাবনা সদরে তিন সন্তানের জননীকে অপহরণ করে গণধর্ষনের পর থানায় মামলা না নিয়ে থানার ওসি ধর্ষককে ডেকে জোরপূর্বক বিবাহ দিয়ে বেআইনি ও অমানবিক আচরন করেছেন।
তিনি বলেন, নির্যাতিতা নারীর বৈধ স্বামীকে তালাক দিতে বাধ্য করার অধিকার থানার ওসির নেই। আইনের লোক হয়ে ওসির বেআইনি সিদ্ধান্ত ধর্ষকদেরকে আরও উৎসাহিত করবে। অপরাধীরা সম্ভ্রান্ত পরিবারের কাওকে অপহরণ করতে পারলেই স্ত্রী হিসেবে গ্রহণ করার আইনি বৈধতা পেয়ে যাবে। অবিলম্বে অভিযুক্ত ওসি ও সংশ্লিষ্টদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান তিনি।
আজ বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানা উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির, আলহাজ্ব আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান ও মাওলানা ইলয়াছ মাদারীপুরী প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে খুন,ধর্ষন ও অপহরণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ ধরনের অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। পত্রিকার পাতা খুললেই নজরে আসে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না।
/এসএস