
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে এক গাড়িতে বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। ওই গাড়িটি গ্রামবাসীদের নিয়ে যাচ্ছিলো। রাস্তায় থাকা বোমা বিস্ফোরণে গাড়িটি বিস্ফোরিত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এ খবর দিয়েছে।
গভর্নর দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার দিকে কুল জেলায় এই হামলার ঘটনা ঘটে। সরকারের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে ) এর সদস্যরা এই হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বিরোধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
আই.এ/পাবলিক ভয়েস