নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজারীহাট বাজারে এ ঘটনা ঘটে। জাহিদুল সৈয়দপুর উপজেলার খাতামধুপুরের মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে দোকানে কাজ করার সময় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে অসাবধানতার বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস