পাবলিক ভয়েস : রাজধানীরে মিরপুরে রোমান (৩০) নামে দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঘটনা ঘটে।
মিরপুর ৬ এর বি-ব্লক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে হত্যা করা হয়েছে। তার নাম-ঠিকানা জানা যায়নি। নিহত রোমানের শরীরের গোলাকার ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তার শরীরে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।
বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে বলেও জানা যায়।