ইসমাঈল আযহার: বাতুল্লাহর নির্মাণ কাজ চলাকালীন ক্রেন ধসে প্রায় শতাধিক প্রাণহানির ঘটনার রায় শুনিয়েছে সৌদি আদালত। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় নির্মাণ সংস্থা ‘বিন লাদেন’ এর সাথে সম্পর্কিত সমস্ত আসামিকে মুক্তি দিয়েছে আদালত। আজ মঙ্গলবার এ খবর দিয়েছে ডেইলি পাকিস্তান অনলাইন।
সৌদি আরবের ফৌজদারি আদালত এই মামলাটি নিয়ে পরপর নয় মাস শুনানি করার পর বিন লাদেন গ্রুপের কর্মীদের বিরুদ্ধে অবহেলার কোনও প্রমাণ না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ সম্পর্কিত অভিযোগের অনুরোধও প্রত্যাখ্যান করেছে আদালত। আদালত বলছে, এটি সংস্থা এবং ক্ষতিগ্রস্থদের ব্যক্তিগত।
২০১৫ সালের ২৪ আগস্ট প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাতুল্লাহ সম্প্রসারণের চলমান নির্মাণ কাজের সময় বিন লাদেন গ্রুপের ১,১৫০ টন ওজনের ক্রেন হজযাত্রীদের উপর ধসে পড়ে। এতে ১১০ জন শহীদ এবং ২০৯ জন আহত হয়। আহত এবং নিহতের মধ্যে বাংলাদেশী নাগরিকও ছিল। এতে মসজিদের একাংশের ছাদও ধসে পড়ে।
ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/পাবলিক ভয়েস