
ভারতের চাপ সৃষ্টি করতে আর্ন্তজাতিক মহলে যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তান। অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্রও জাতিসংঘে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে দেশটি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে বক্তৃতা করবেন মোদি-ইমরান। তার আগেই ভারত যে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দিচ্ছে তার প্রমাণ দিল্লির কাছে পাঠিয়ে দিল ইসলামাবাদ। তাতে তুলে ধরা হয়েছে, সীমান্ত পারে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দিচ্ছে মোদি সরকার। যদিও এই দাবিকে ‘মিথ্যের জাল’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।
এদিকে, কাশ্মীর-আসাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে, গত সপ্তাহে ভারতের হাতে একটি ডসিয়ার তুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নাশকতায় ভারতের বিভিন্ন এজেন্সি মদদ দিচ্ছে বলে অভিযোগ করে তথ্য তুলে ধরা হয়েছে সেই ডসিয়ারে।
দিল্লির দাবি, ভারতের বিরুদ্ধে প্রচারকে উসকে দিতে এই অভিযোগ করছে পাকিস্তান। জানা গিয়েছে, গত ৪ সেপ্টেম্বর করতারপুর করিডর নিয়ে বৈঠকে প্রতিবেশী দেশটির হাতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দেয়ার তথ্য প্রমাণ সম্বলিত ডসিয়ার তুলে দেয় পাকিস্তান। তীর্থযাত্রীদের সঙ্গে ভারতীয় কনস্যুলার কর্মকর্তাদের যেতে পাকিস্তান অনুমতি না-দেওয়ায় গত সপ্তাহে করতারপুর বৈঠকে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠবেন নরেন্দ্র মোদি এবং ইমরান খান। কাশ্মীর নিয়ে গত এক মাস ধরে চলা কূটনৈতিক টানাপড়েন এবং বাক্-যুদ্ধের মধ্যে এই ‘সম্মুখযুদ্ধ’ কৌত‚হলের কেন্দ্রে আসতে চলেছে এ মাসের শেষে। তার আগে ভারতকে চাপে রাখবে এই ডসিয়ার। কাশ্মীর ইস্যুতে এক দিকে মোদি যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন, অন্য দিকে, ইমরান খানও এ নিয়ে সরব হয়েছেন। এই ইস্যুতে গত এক মাসে বার বারই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন তিনি।
আই.এ/পাবলিক ভয়েস