উপত্যকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কাজ করে যাচ্ছিল যোদ্ধারা। সোমবার কাশ্মীরের সোপরে লস্কর-ই-তৈবা সংগঠনের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জি নিউজ জানিয়েছে আটককৃতদের নাম হলো, আইজাজ মির, ওমর মির, তওসিফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফাইজান লতিফ, দানিশ হাবিব ও সওকত আহমেদ মির। এদের প্রধানের নাম সাজ্জাদ মির।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, এলাকার যুবকদের দলে নেওয়ার জন্য প্রচার চালাতো এরা। বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে নিজেদের দাবিদওয়া প্রচার করতো। সম্প্রতি এলাকায় খুন হন বেশ কয়েকজন। ওইসব ঘটনার দায় তাদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে।
সোমবার সাউদান কমান্ডের জিওসি ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি বলেন, দক্ষিণ ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে এসব যোদ্ধাদের। গোয়েন্দারা গুজরাট উপকূলে বেশ কয়েকটি পরিত্যক্ত বোট উদ্ধার করেছেন। ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস