
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মেহেদী হাসান নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পুরাতনপাড়া ২ নং ওয়ার্ড কোয়েল মসজিদের পশ্চিম পাহাড়ে এই ধসের ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মো. মুন্নার ছেলে।
স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী জানান, টানা বর্ষণের কারণে পাহাড় ধসে বসত ঘরের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং ওই পরিবারের আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পেও ভূমিধসে তিন বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে নিশ্চিত হতে পারিনি, খবর নেওয়া হচ্ছে।
জিআরএস/পাবলিক ভয়েস