
ফারজানা ইসলাম মিম, মঠবাড়িয়া, পিরিজপুর থেকে: পিরোজপুরে বিদ্যালয়ের প্রতিযোগিতায় হেরে গিয়ে বিজয়ী প্রতিপক্ষ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে ঘটিকায় উপজেলার ‘সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ‘কে এম লতিফ ইনস্টিটিউশন’ বনাম ‘সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ‘কে এম লতিফ ইনস্টিটিউশন’ জয় লাভ করে এবং ‘সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ হেরে যায়।
কিন্তু হেরে গিয়ে প্রতিশোধের আগুন নেবাতে পারেনি পরাজিত শিক্ষার্থীরা। ফলে ‘সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে’র শিক্ষার্থীদের মধ্য আক্ষেপ সৃষ্টি হয়। হারের আক্ষেপ গোছাতে সোমবার দুপুরে ‘কে এম লতিফ ইনস্টিটিউশন’ এর দশম শ্রেণীর ছাত্রী জুয়েনা জেরিনের ওপর হামলা করে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গিনীরা। এতে জুয়েনা জেরিন গুরুতর আহত হয়।
বিষয়টি নিয়ে জুয়েনা জেরিনের ভাই প্রতিবেদককে বলেন যে, তার বোনটি নির্দোষ ও অত্যান্ত শান্ত ও ভদ্র মেয়ে। হামলাকারীরা শুধু প্রতিশোধের আগুন নেবাতে এমন এহেন আচরণ মেনে নেয়া যায় না। আমরা সুষ্ঠু বিচার চাই। কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছি।
/এসএস