
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে রহিদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রহিদুল উপজেলার হাপানিয়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত-গফুর মন্ডলের ছেলে রহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় হাপানিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পানের জমিতে সকাল ৮টায় কাজ করতে যায়।
দুপুরে কাজ শেষ হওয়ার পূর্বে আকাশে হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। এসময় জমিতে কাজ করার সময় তার উপরে বজ্রপাত আছড়ে পড়লে ঘনস্থালেই মারা যান রহিদুল। এই ঘটনায় রহিদুলের মামা আব্দার আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
/এসএস