
আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। জেহাদি সংগঠন তালেবানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল ঘোষণার পর এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
এর আগে তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় তাদের সঙ্গে করা এ চুক্তি বাতিলের দাবি জানিয়েছিল আফগান প্রশাসন। টুইন টাওয়ারে হামলা হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তালেবান।
সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের ৫টি সেনাঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল আমেরিকার।
আই.এ/পাবলিক ভয়েস