ডেঙ্গুতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আবু সাঈদ (৩০) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের তার মৃত্যু হয়। আবু সাঈদ নগরের আসাদগঞ্জ এলাকার ইসলামপুরের সাদমান সরকারের ছেলে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
চমেক হাসপাতাল মেডিসিন বিভাগ-১৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ইমন দাশ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে তিনি ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে মারা গেছেন তিনজন।
জিআরএস/পাবলিক ভয়েস