
পারভেজ হোসাইন,রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ১২২জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ৫লক্ষ ৩২হাজার ৮শ টাকার চেক প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে এ চেক প্রদান হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বৃহস্পতিবার, সকাল ১১টায় নির্বাহী অফিসারের কক্ষে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য সামছেদা কবির প্রমূখ।
উল্লেখ্য সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে রামগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৭০জন শিক্ষার্থীকে মাসিক ৭শ টাকা ৬মাসের জনপ্রতি ৪২শ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৭৫০টাকা হারে ৬মাসের জনপ্রতি ৪৫শ টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮৫০ টাকা হারে ৫১শ টাকার চেক প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাকাল অবস্থায় প্রতি মাসে নির্ধারিত এ ভাতা সরকারীভাবে তাদের জন্য বরাদ্ধ দেয়া হবে।
আই.এ/পাবলিক ভয়েস