
মেহেরপুরের গাংনীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদককারবারীকে আটক করেছে পুলিশ। এঘটনায় ফেনসিডিল বহনকরা ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার দাদপুর এলাকার নুরু সর্দারের ছেলে ট্রাকের হেলপার রাজিব সরদার (১৯), গাংনী উপজেলার করমদী মধ্যপাড়া এলাকার জামরুল ইসলামের ছেলে টিপু (২৬), একই এলাকার মৃত ছাদের আলীর ছেলে স্বপন আলী (২৪) ও একই গ্রামের হাটপাড়া এলাকার আয়ূব আলীর ছেলে আবেদ আলী (৩৫)।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে মেহেরপুরর-কুষ্টিয়া সড়কের খলিশাকুন্ডি এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এগুলো আটক করা হয়।
আটক ট্রাকের হেলপার রাজিব সরদার জানান, কুষ্টিয়ার খাজানগর থেকে চাল নিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বাজারে নামিয়ে দিয়ে ফেরার পথে করমদী গ্রাম থেকে ৪ জন ব্যক্তিসহ বস্তাভর্তি ফেনসিডিলগুলো তুলেছেন।
আটক স্বপন জানান, ফেনসিডিলের মূল মালিক করমদী বহলপাড়া এলাকার জুয়েল হোসেন। আমরা তিনজন প্রতি চালানে ২ হাজার টাকা করে পেয়ে থাকি। জুয়েল মাঝে মধ্যেই ফেনসিডিলের বড় বড় চালান নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চেকপোস্টে তল্লাশি চালানোর সময় কুষ্টিয়াগামী ট্রাকটি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ট্রাকের উপর থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার হয়।
ওসি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস