ইসমাঈল আযহার: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এলাকাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ অন্যান্য কূটনীতিক মিশনও অবস্থিত। দ্য গার্ডিয়ান, বিবিসি ইংলিশ ও আল-জাজিরা এ খবর দিয়েছে। খবরে জানানো হয়েছে, জেহাদি সংগঠন তালেবান এ হামলার দায় স্কীকার করেছে।
খবরে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকা এবং তালেবান নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছে যাওয়ার পর থেকে সহিংসতায় জোরেশোরে জড়িয়ে পড়ে কাবুল। তালেবানের সাথে চুক্তির অংশ হিসাবে, মার্কিন শীর্ষ আলোচক জালমে খলিলজাদের মতে, ২০ সপ্তাহের মধ্যে আমেরিকা আফগানিস্তান থেকে ৫,৪০০ সেনা প্রত্যাহার করবে।
টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে সামরিক জোট ন্যাটো হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে তালেবান।
দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই আফগান ও মার্কিন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ জানিয়েছেন, আফগানিস্তানের ৫টি সেনাঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের একটি খসড়া কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা।
এর আগে গত সোমবার গভীর রাতে বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। একটি হাউন্সিং কমপ্লেক্সে সামনে গাড়িতে রাখা একটি বোমায় আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৬জনের মৃত্যু হয়।
আইএ/পাবলিক ভয়েস