
সড়কে শৃংখলা ফেরাতে ১১১ দফা সুপারিশ ‘সড়ক নিরাপত্তা কাউন্সিল’র ২৭তম সভায় অনুমোদন করা হয়েছে। সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭ তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
কাউন্সিলে ১১১ দফা সুপারিশ কিছু সংশোধনী সাপেক্ষে বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়।
উল্লেখ্য, সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় একটি কমিটি গঠন করা হয়। কমিটি ১১১টি আশুকরণীয়, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা তৈরি করে।
এর আগে গত ২২ আগস্ট কমিটির প্রধান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সড়কে শৃঙ্খলা ফেরাতে ১১ দফা সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদনটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হাতে তুলে দেন। সেদিনই দ্রুত টাস্কফোর্স গঠন করা হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
/এসএস