
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় সিআইডি'র পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৯) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে ভোগড়া-ভুলতা (ঢাকা বাইপাস) সড়কে কালীগঞ্জের উলুখোলা ব্রিজ এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া গাজীপুর সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে। তিনি ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা।
উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল গাজীপুরে ফিরছিলেন। পথে গতকাল বুধবার রাত পৌনে ১০ টার দিকে কালীগঞ্জের উলুখোলা ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত গাড়ির তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস