বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। সব ধর্মের মানুষের সমানাধিকার আছে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের, সংখ্যালঘু বলে নিজেকে ছোট না করার আহ্বার জানান। সবার এই দেশ, মাটি ও জন্মভূমি। তাই সবাই সমানাধিকার আছে।
তিনি বলেন, আ.লীগ সরকার সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। মুসলমানদের সমজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মতো হিন্দুদের মন্দির ভিত্তিক শিক্ষারও আয়োজন করেছে।
আগামী দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপশি স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কেউ-ই সংখ্যালঘু নয়। ধর্ম যার যার; রাষ্ট্র সবার।
জিআরএস/পাবলিক ভয়েস