
চাল রপ্তানির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত রয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রজ্জাক।
মন্ত্রী বলেছেন, চাল রপ্তানির সিদ্ধান্ত সরকারের রয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের বাজারে চাল রপ্তানিতে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
বুধবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন৷
সরকার আফ্রিকার বাজারে চাল রপ্তানি করার চেষ্টা করছে উল্লেখ্য করে কৃষিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। খাদ্যশস্য এখন বহুমূখি করার চেষ্টা করছে সরকার।
এদিকে অস্ট্রেলিয়াল ইউনিভার্সিটির প্রতিনিধি দল ‘কৃষিতে নতুন যন্ত্রপাতি না কিনে যা আছে তাই ব্যবহার করার পরামর্শ দিয়েছেন’ বলে জানান মন্ত্রী। একইসঙ্গে কৃষিতে দক্ষ জনবল তৈরির জন্য পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।