
৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় ইবি কর্মকর্তা সমিতির (ইবিকস) আহ্বানে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়।
তাদের দাবিগুলো হলো- চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২তে উন্নীতকরণ, ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সময়সীমা ৮ টা থেকে ২ টা পর্যন্ত করে পূর্বের ন্যায় সপ্তাহে একদিন ছুটি এবং উপরেজিস্ট্রার (সমমান) পদমর্যাদার কর্মকর্তদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ও সহকারী রেজিস্ট্রার (সমমান) পদমর্যাদার কর্মকর্তাদের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে রুপান্তর করা।
জানা যায়, গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় তাদের দাবি বাস্তবায়িত হয়নি। এর আগে ২৭ আগস্ট সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিন্ডিকেট সভায় তাদের দাবি বাস্তবায়ন না হলে ২ সেপ্টম্বর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল কর্মকর্তা সমিতি । সেই প্রেক্ষিতে গতকাল (২ সেপ্টেম্বর) প্রথম দিনের কর্মসূচী পালন করেছে তারা।
সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সমিতির সহ-সভাপতি শরীফ উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক কেরামত আলী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, রেজাউল করিম রেজা, উপ-রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হোসেন, উপ-রেজিস্ট্রার জামাল হোসেন সহ সমিতির অন্যান্য নেতারা।
সভায় সমিতির সভাপতি বলেন, কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আমরা গত কালকেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছি। আশা রাখছি ভিসি মহোদয় জরুরী সিন্ডিকেট সভা ডেকে আমাদের দাবি মেনে নিবেন। তাহলে আমরা আমাদের কর্মসূচী প্রত্যাহার করে নেবো। আমরা আপনাদের অধীনে চাকরি করি, আপনাদের প্রতিপক্ষ নই। আমাদের দাবি মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচী হাতে নেবো।
আই.এ/পাবলিক ভয়েস