স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে ১৫ আগষ্ট আমাদের জাতীয় চেতনা এবং আদর্শকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ১২ জনের মধ্যে তিন জন কোথায় আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এরা কে কোথায় আছে তা স্পষ্ট না । এটি নির্সন্দেহে একটি ব্যর্থতা । তবে এর মূল কারণ একাধিক সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং হতে পারে এরা একাধিক নাম ব্যবহার এবং পাসপোর্ট পরিবর্তন করে থাকতে পারে বলে জানান তিনি। এক্ষেত্রে তিনি প্রবাসী বাঙ্গালীদের তৎপরত হতে আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসীরা সোচ্চার হলে কিছুটা হলেও উক্ত দেশ বিষয়টি বিবেচনায় নেবেন । তবে আমেরিকায় অবস্থানরত বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত কর্নেল রশিদের ফিরিয়ে আনার বিষয়ে আমেরিকার সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বর্তমান সরকার ।
/এসএস