স্বাধীন কমিশন গঠনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের আইনের আওতায় আনার বিষয়ে তৎপরতার আহ্বান জানিয়ে বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বামপন্থী নেতা রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধুর বিচারে যে বিলম্ব তার দায় থেকে জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া কেউ এড়িয়ে যেতে পারেন না
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় বঙ্গবন্ধু হত্যার নেপথ্য খলনায়কদের মুখোশ উন্মোচন করার দাবি তোলা হয় ১৪ দলের পক্ষ থেকে। এই সভায় অংশ নিয়ে রাশেদ খান মেনন এ কথা বলেন।
মেনন বলেন, এখনো কর্নেল রশিদ মুক্ত ভাবে ঘুড়ে বেড়াচ্ছে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। জাসদের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, আসল কুশিলবদের আড়াল করতেই এমন অভিযোগ করা হয়েছে। মুজিব শতবর্ষের আগেই একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান তিনি। সরকারের সক্ষমতা এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে ডালিম এবং রশিদের সন্ধান খুঁজে বের করার কথাও বলেন তিনি।
আই.এ/পাবলিক ভয়েস