
ভোলা প্রতিনিধি: ভোলায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবাহন থেকে বিপুল পরিমান বিদেশী কাঠ জব্দ করেছে বন বিভাগ। সোমবার সকালে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ।
বনভিবাগ সূত্রে জানাযায়, সকালে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে করে বিপুল পরিমান বিদেশী কাঠ আসছে। এসংবাদের ভিত্তিতে বনভিবাগের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আজুবী লোহা নামের ১২০ পিচ (৭০-৮০ সিফটি) বিদেশী কাঠ জব্দ করে। তবে কাঠের সাথে কাউকে পাওয়া যায়নি।
গাড়ীর লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কাঠগুলো চট্টগ্রাম থেকে ইউনুছ মিয়া নামের এক কাঠ ব্যবসায়ী পাঠিয়েছেন এবং ভোলা শহরের মোল্লা পট্টি নামিয়ে দেয়ার জন্য তাদেরকে বলেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাঠের কোনো মালিক পাওয়া যায়নি।
ভোলা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জব্দকৃত কাঠের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আমরা কাঠগুলো জব্দ করেছি। গাড়ীর লোকজনও আমাদেরকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কাঠের বৈধ কাগজপত্রসহ মালিক পাওয়া গেলে তাদের কাছে এগুলো হস্তান্তর করা হবে।
/এসএস