পাবলিক ভয়েস : মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাদের পুশব্যাক করাসহ তাদের গ্রেপ্তার করার অভিযোগ রয়েছে। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ৪৭৮ রোহিঙ্গাকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করে। এর মধ্যে ২৮০জনকেই ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে ৫৪, ২০১৬ সালে ৭১ এবং ২০১৭ সালে গ্রেফতারের সংখ্যা ছিলো ১২৩। দেখাই যাচ্ছে, বছরের সঙ্গে-সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোহিঙ্গা শরণার্থীদের গ্রেফতারের সংখ্যা। ১ জানুয়ারি লোকসভায় এমপি কে. গোপালের প্রশ্নের উত্তর ইউনিয়ন হোম মিনিস্ট্রি এই তথ্য জানায়।
বিএসএফ এর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের আগস্টে বিপুল পরিমাণ রোহিঙ্গা ভারতে প্রবেশের চেষ্টা চালালে বিএসএফ নজরদারি জোরদার করে, তবে যে পরিমাণ অনুপ্রবেশের আশঙ্কা করা হয়েছিলো, বাংলাদেশ সরকার শরণার্থী শিবির খোলার পর তা আর হয় নি।’ বিএসএফ কর্মকর্তারা আরো বলেন, গ্রেফতারকৃত ৪৭৮ শরণার্থীর মধ্যে কয়েকজনকে দেশে প্রবেশের সময়, না হয় পালানোর সময় আটক করা হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে ১৬ হাজার জাতিসংঘের নিবন্ধনকৃত। বিএসএফ আরো জানায়, গ্রেফতারের পর এই রোহিঙ্গাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় এবং পরে প্রক্রিয়া অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।’ সম্প্রতি প্রথম দফায় ৭ জন ও দ্বিতীয় দফায় ৫ জন রোহিঙ্গাকে ফেরত পাঠায় ভারত। এছাড়া ২০১৮ সালে ৬০০ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিএসএফ।