পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানান, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশন আগামী ২৭ সেপ্টেম্বর। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর দিয়েছে।
শাহ মেহমুদ কোরেশি বলেন, ভারত দখলীকৃত কাশ্মীরে যে মাত্রায়ই দমনপীড়ন চালানো হোক না কেন, কাশ্মীরিদের কণ্ঠকে দমিয়ে রাখা যাবে না, যারা গত কয়েকটি সপ্তাহ কারফিউয়ের মধ্যে রয়েছেন।
উমেরকোটে সমবেত জনতাকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী তিনি সেখানে গিয়েছেন। শাহ মেহমুদ কোরেশি বলেন, এই সমাবেশ থেকে মোদি ও জয় শঙ্করের কাছে একটি শক্তিশালী বার্তা চলে গেছে। তাহলো, তারা কাশ্মীরি জনগণের পক্ষে দাঁড়াতে পারেন না।
তিনি আরও বলেন, ভারত সরকার কাশ্মীরি মুসলিমদেরকে নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিয়েছে। কিন্তু পাকিস্তানে সব অমুসলিম তাদের উপাসনালয়ে অবাধে উপাসনা করতে পারছেন। তার ভাষায়, ভারত সরকার মসজিদগুলোকে ফাঁকা করে ফেলেছে। কিন্তু পাকিস্তানে মন্দিরগুলোর প্রতি সম্মান দেখানো হচ্ছে।
আই.এ/পাবলিক ভয়েস