পাবলিক ভয়েস : সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে শাটারগান ও গুলিসহ মো. ফরিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি অফিস। আটক ফরিদুল ইসলাম উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি শাটারগান ও ৩ রাউন্ড গুলিসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।