
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মুনসুর আলী বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস