প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০১৯, ৭:২৩ অপরাহ্ণ
জিততে খুলনার প্রয়োজন ১৭০

ক্রীড়া ডেস্ক: মিরপুরের উইকেট যেন রহস্যের চাদরে ঘেরা। এক ম্যাচ হচ্ছে লো স্কোরিং তো পরের মাচেই দেখা যাচ্ছে চার-ছক্কার পসরা। যে উইকেটে মারকুটে ব্যাটনম্যান নিয়ে সিলেট করল ১২৭ সেখানেই রাইলি রসো ও বোপারার দারুন দুটি ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে রংপুর।
রাতে শিশিরের সুবিধা নিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। প্রথম ম্যাচের মত ব্যাটিং বিপর্যয় এড়াতে কিছুটা ধীরে শুরু করে রংপুর। কিন্তু তাও ওপেনিংয়ে আসে মাত্র ১৮ রান। আলি খাঁনের বলে শান্তকে ক্যাচ দিয়ে ৫ রানে আউট হন মেহেদি মারুফ। ৭ম ওভারের শুরুতেই আলেক্স হেলসকে এলবি ডব্লিওর ফাঁদে ফেলেন জহির খান।
৩য় উইকেট জুটিতে ইনিংস লম্বা করার চেষ্টা করলেও ব্রেথওয়েটের বলে আউট হন মিঠুন। ১৯ রানে থামে তার ইনিংস। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যেই শুরু থেকেই ব্যাট চালিয়ে যান রাইলি রসো। দুই ৬ আর আট ৪ এ ৫২ বলে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৭৬ রান।
তার সঙ্গী বোপারা অপরাজিত থাকেন ২৯ বলে ৪০ রান করে। খুলনার পক্ষে একটি করে উইকেট নেন আলি,জহির ও ব্রেথওয়েট।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.