
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করা চূড়ান্ত এ তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ বাঙ্গালী মুসলিমের নাম। জি নিউজের সংবাদে জানানো হয়, প্রকাশিত তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। শনিবার সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তার আগে থেকে উৎকণ্ঠা দানা বাঁধছিল আসামজুড়ে। ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। এর আগে এই তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লাখ বাঙ্গালী মুসলিম।
৩১ আগস্টের তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের স্থানীয় এনআরসি অফিস থেকে প্রত্যাখ্যান সংক্রান্ত আদেশের অনুলিপি দেওয়া হবে৷ এটি নিয়ে তারা ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন৷
আপিলের রায় যারা পক্ষে পাবেন তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা হবে। যারা আপিলে হেরে যাবেন তাদের ভাগ্যে কি আছে তা এখনো পরিষ্কার না৷ সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামের নাগরিকপঞ্জি নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে৷ সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসামের নাগরিকপঞ্জিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়’।
এএফপি বলছে, নাগরিকদের এই তালিকা প্রকাশের আগে আসাম কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ১৭ হাজার সদস্য সেখানে মোতায়েন করেছে। আসমের কয়েকটি অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তালিকায় থেকে বাদ পড়েছে অসংখ্য শিশুর নাম। আসামের কাছাড় জেলার শিলচর শহরে কয়েক দশকের পুরনো একটা উদ্বাস্তু কলোনি রয়েছে। সেখানেই থাকে নয়নমণি দাস। তার বয়স ১৪। ৩১ অগাস্টের এনআরসি তালিকায় তার নাম উঠবে না নিশ্চিত। কারণ তার দীর্ঘদিন আগে প্রয়াত ঠাকুর্দা প্রসন্ন দাস রাজ্যের ভোটার তালিকায় এখনও ডিভি (সন্দেহভাজন ভোটার) বলে চিহ্নিত হয়ে রয়েছেন।
এনআরসি হালনাগাদ করার নিয়ম অনুসারে কোনও ব্যক্তি যদি বিদেশি ট্রাইবুনালে ট্রাইবুনাল দ্বারা ঘোষিত বিদেশি (ডিএফ) হন, স্থানীয় নির্বাচনী আধিকারিকরা যদি কাউকে সন্দেহজনক ভোটার (ডিভি) বলে চিহ্নিত করে থাকেন, অথবা যদি কোনও ব্যক্তির মামলা বিদেশি ট্রাইবুনালে বিচারাধীন (পিএফটি) থাকে, তাহলে তার বা তার যে সব উত্তরসূরীরা তার সঙ্গে সম্পর্কযুক্ত হিসেবে নিজেদের দেখিয়েছেন (লিগ্যাসি) তাদের নাম এনআরসি তালিকার বাইরে থাকার কথা। এখানেই শেষ নয়। ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর যারা জন্মেছে, তাদের বাবা বা মা-র মধ্যে যে কোনও একজনও যদি ডিএফ, ডিভি বা পিএফটি হন, তাহলে তার নাম এনআরসি তালিকায় থাকবে না।
আই.এ/পাবলিক ভয়েস