
২০২১ সালে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর তথা আজাদ কাশ্মীরকে ধরে নিয়েই এ নির্বাচন করবে ভারত। দেশটির নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গেছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর এই সুযোগ নিচ্ছে ভারত সরকার।
ভারতের নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী বছরের মধ্যে ওই রাজ্যে এ পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হবে। ১০ থেকে ১৫ মাস ধরে মোট ১০ দফায় জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন (পুনর্বিন্যাস) প্রক্রিয়া। এখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা করছে নির্বাচন কমিশন। আর তা পেয়ে গেলেই উপত্যকায় ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
তারা আরও জানায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ধরেই বিধানসভার আসন বিন্যাস হবে। এ বিধানসভায় মোট আসন থাকবে ১১৪টি। তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত থাকবে ২৪টি আসন। ফলে কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনে ভোট হবে। জম্মু-কাশ্মীরে বিধানসভার আসন পুনর্বিন্যাস সম্পন্ন হওয়ার পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইতিমধ্যে প্রক্রিয়াকে এগিয়ে রাখতে একটি ব্লু-প্রিন্ট তৈরি করে রেখেছে নির্বাচন কমিশন।
আই.এ/পাবলিক ভয়েস